ঢাকা, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্রিকেটের চলমান সংকট নিরসনে গণভবনে পাপন

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯

খেলা ডেস্ক: চলমান ক্রিকেট সংকট নিরসনে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি গণভবনে প্রবেশ করেন।

বিসিবি ও বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যকার চলমান দ্বন্দ্ব নিরসনে মাশরাফি বিন মুর্তজাকে নিজ কার্যালয়ে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ধর্মঘট নিয়ে এখন দেশীয় ক্রিকেটমহল বেশ সরগরম। বিসিবি ও ক্রিকেটারদের পরস্পর বিপরীতমুখী অবস্থানের সমাধান করতে গণভবনে গিয়েছেন পাপন।

সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে ১১ দফা দাবি তুলে ধরেন সাকিব-মুশফিকরা। দাবি না মানা পর্যন্ত সব ধরণের ক্রিকেট বর্জনের ঘোষণা দেন তারা।

  • এই বিভাগের সর্বশেষ