ডেস্ক নিউজ: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটন নগরী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। পর্যটন কন্যা কমলগঞ্জে রয়েছে বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল রেইন ফরেস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ, রয়েছে প্রকৃতির স্বর্গ রাজ্য রাজ কান্তি বন, ও দৃষ্টিনন্দন চা বাগান। কিন্তু সম্প্রতি বিলাসবহুল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ তাদের একটি ভিডিও ডকুমেন্টারিতে কমলগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত মাধবপুর লেক কে বলা হয়েছে শ্রীমঙ্গল উপজেলাতে। ডকুমেন্টারি ভিডিওটিতে দেখা যায় দুজন বিদেশি পর্যটক(couple) দৃষ্টিনন্দন মাধবপুর লেকের সৌন্দর্য উপলব্ধি করছেন, সেই সময় লেকের উপরে ইংরেজী লেখা উঠে মাধবপুরলেক শ্রীমঙ্গ। এ বিষয়ে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ’ এর এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (AGM) শাহ আরিফ আলী নাসিম সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন এটা হয়ত ভুল বসতে হয়েছে, যদি এডিট করে পরিবর্তন করা যায়, তাহলে আমরা (গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ’) এডিট করব আর এডিট করা না গেলে এভাবেই ভুল টাই থাকবে, পরবর্তিতে যদি কোন ডকুমেন্টারি করি তখন ঠিকঠাক করব। বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান বলেন মাধবপুর লেক কমলগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্হিত, এটা কিভাবে অনারা শ্রীমঙ্গল হয়। আমরা এর তীব্র প্রতিবাদ করব। এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান তারা ভুল করলে আমাদের কি করার আছে। এটা আমাদের প্রতিবাদ করার বিষয় নয়। ভিডিওটি দেখার পর আমরা চিন্তা করব, প্রতিবাদ করব কিনা। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ’ এর ভিডিও ডকুমেন্টারি কমলগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত মাধবপুর লেকের অবস্থান শ্রীমঙ্গল উপজেলায় লেখায় কমলগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণের মনে তীব্র ক্ষোভ বিরাজ করছে । কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির আহ্বায়ক,মঞ্জুর আজাদ মান্না বলেন ভিডিও ডকুমেন্টারিতে এত বড় ভুল, তা মেনে নেওয়া যায় না কমলগঞ্জের মাধবপুর লেক সম্পর্কে সঠিক তথ্য না দিলে পর্যটন মন্ত্রণালয়ে আমরা (কমলগঞ্জ বাসি) লিখিত অভিযোগ করব।