
ডেস্ক রিপোর্ট: সিলেটের পল্লবী আবাসিক এলাকা থেকে রোববার সকালে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত প্রিয়াংকা তালুকদার ওই এলাকার দিবাকর চন্দ্র দেব কল্লোলের স্ত্রী। তিনি শান্তা সিলেট পার্ক ভিউ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের প্রভাষক ছিলেন।
জালালাবাদ থানার ওসি শাহ মো. হারুনুর রশীদ বলেন, মরদেহ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।