খেলা ডেস্ক: টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। গত ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল পাকিস্তান। তবুও দলে এক পরিবর্তন এনেছে তারা। স্পিনার শাদাব খানের পরিবর্তে একাদশে ঢুকেছেন পেসার শাহিন আফ্রিদি।
এদিকে আগের ম্যাচে ভারতের কাছে ম্যাচে হেরে খানিকটা ব্যাকফুটে টিম অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে আজকের ম্যাচে খেলতে পারছেন না অলরাউন্ডার মার্কোস স্টইনিসও। দলে তাই দুটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে অসিরা। স্টইনিসের পরিবর্তে ব্যাটসম্যান শন মার্শ এবং স্পিনার অ্যাডাম জাম্পার পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন কেন রিচার্ডসন।
অস্ট্রেলিয়া ও পাকিস্তান দলের একাদশ
অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভ স্মিথ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন।
পাকিস্তান : ইমাম-উল-হক, ফখর জামান, বাবর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক/অধিনায়ক), আসিফ আলী, হাসান আলী, শাহিন আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির।