ডেস্ক রিপোর্ট: সিলেটের গোয়াইনঘাটে থানার কম্পাউন্ডের বাসা থেকে রোববার বিকেলে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত এসআই সুদীপ বড়ুয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রবীন্দ্র লাল বড়ুয়ার ছেলে।
গোয়ানঘাট থানার ওসি আব্দুল জলিল বলেন, রোববার দুপুর পর্যন্ত থানায় ছিলেন সুদীপ। কিছু সময় পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, তার মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তদন্ত করে বের করা হবে।