
কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের আফতাব উদ্দিন সড়কের অর্ধেক রাস্তা কেটে নিজ ভবনের লেট্রিন এর টেংকি নির্মাণ করছেন অত্র এলাকার বাসিন্দা হাবিজ মিয়ার ছেলে মো: মোশাহীদ আলী।
রবিবার (২জুন) সরজমিনে গিয়ে দেখা যায় ৬ ফুট প্রস্থ্য রাস্তার এক পাশে ইটেরস্তুপ করে রাখা, অন্য পাশ টেংকির গর্তে কাদা, পানি পিচ্ছিল, মাটিতে রিকসা, সিএনজি তো দূরের কথা সাধারণ মানুষ হেটে চলাচল করতে পারছেনা। যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা।
এ ব্যাপারে ৭নং ওয়ার্ড কমিশনার জনাব গোলাম মোগ্নি মুহিত কে মুঠোফোনে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি দেখছেন বলে জানান।