ডেস্ক রিপোর্ট: গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার বিকেলে ফিরিয়ানা বেগম নামে এক নারীর ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৬শ’ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই নারীকে আটক করা হয়।
ফিরিয়না বেগম টঙ্গীর পাগাড় এলাকার নাসির উদ্দিনের স্ত্রী।
টঙ্গী পূর্ব থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, টঙ্গী পূর্ব থানার গেইট সংলগ্ন সিলেটগামী এনা পরিবহন বাস কাউন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার ভ্যানিটি ব্যাগ থেকে ৬শ’ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গীর বিভিন্নস্থানে মাদক ব্যবসা করে আসছিলেন। আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন।