ঢাকা, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মেছো বাঘ শাবক উদ্ধার

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ১০, ২০১৯

ডেস্ক নিউজ: সুনামগঞ্জের তাহিরপুরে টাংগুয়ার হাওরের বাঘমারা কান্দ থেকে শুক্রবার দুপুরে একটি মেছো বাঘ শাবক উদ্ধার করেছে জেলেরা।

দক্ষিণ শ্রীপুর ইউপির মেম্বার সামিউল আহমদ বলেন, সকালে পাঠাবুকা গ্রামের মজু মিয়া তার ছেলে আলিফ নুর, আব্দুল মন্নান ও তার ছেলে আরাফাত চারজন জেলে মাছ ধরতে টাংগুয়ার হাওরে যায়। পরে দুপুরে মাছ ধরার সময় বাঘমারা কান্দায় গেলে গাছ থেকে তাদের দেখে লাফ দিয়ে পানিতে পড়ে যায় মেছো বাঘের শাবকটি। পরে জেলেরা জাল দিয়ে আটক করে পাঠাবুকা গ্রামে তাদের বাড়িতে নিয়ে আসে। এখনও তাদের কাছে আছে মেছো বাঘের শাবকটি।

দক্ষিন শ্রীপুর ইউনিয়নের ধলইর গাও বিট অফিসার বিরেন্দ্র কিশোর রায় বলেন, একটি মেছো বাঘের বাচ্চা জেলেরা উদ্ধার করেছে। খবর পেয়ে আমার লোক পাঠিয়ে দিয়েছি বাঘের বাচ্ছাটিকে আনার জন্য পরে উর্ধবতন কৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এই বিভাগের সর্বশেষ