রোনালদোর মত ব্যবসায় নাম লেখালেন মেসিও

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

খেলা ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো অনেক আগেই ব্যবসায়ী হিসেবে নাম লিখিয়েছেন। বের করেছেন নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড। খেলার মাঠে যেমন, খেলার মাঠের বাইরে ব্যবসায়ও সমানভাবে সফল হয়েছে রোনালদো।

অনেক বড় তারকা ফুটবলার হলেও এতদিন রোনালদোর এই পথে পা বাড়াননি লিওনেল মেসি। তবে আর বসে থাকতে পারলেন না। এই প্রথম ব্যবসায় নাম লেখালেন মেসি। নিজের নামে পোশাক ব্র্যান্ড খুলে বসলেন মেসিও। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে এই খবর।

গত বুধবারই নিজের নামে খোলা, ‘মেসি’ ব্র্যান্ডের এই ফ্যাশন হাউজের উদ্বোধন করেন মেসি। বার্সেলোনায় খোলা হলো মেসির নতুন ব্র্যান্ডের শো রুম। যদিও আগামী একমাস বার্সেলোনার সান্তা ইউলালিয়ায় আগামী এক মাস প্রদর্শিত হবে।

মেসির বোন মারিয়া সোলকে নিয়োগ দেয়া হয়েছে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে।