সহকারি পরিচালককে শারিরিক ভাবে লাঞ্চিত করায় দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ
ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারে ন্যায্য মূল্যে প্রাপ্তির নিশ্চয়তায় আজ ৩০ মে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক চলমান অভিযানে পণ্য সামগ্রী মোড়কজাতকরণ বিধিমালা ২০০৭ লঙ্ঘন করে পণ্য সামগ্রী বিক্রয় করা, অতিরিক্ত দামে পণ্য সামগ্রী বিক্রয় করার অপরাধে এম সাইফুর রহমান রোডে অবস্থিত “বিলাস ডিপার্টমেন্টাল স্টোর” কে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিলেও তারা জরিমানার টাকা পরিশোধ না করে, আইনের প্রতি অশ্রদ্ধা দেখিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আল-আমিনকে সাময়িক ভাবে আটকিয়ে রেখে মিথ্যাভাবে চাঁদাবাজির অভিযোগ করেন এবং তাকে শারিরিক ভাবে লাঞ্চিত করেন। এ ঘটনার প্রতিবাদে নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানিয়েছে দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখা। আজ ৩০ মে রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় এ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান, সহ-সভাপতি তজম্মুল হোসেন চৌধুরী, সহ-সভাপতি দুরুদ আহমদ, সহ- সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, গবেষনা সম্পাদক আব্দুল বাছিত খান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সভাপতি সৈয়দ ময়নুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কায়ুম সুলতান, ছাত্র ফোরামের দপ্তর সম্পাদক সৈয়দ ফয়েজ আলী ও ইমতিয়াজ আহমদ মুকিতসহ দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, যুব ফোরাম ও ছাত্র ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা বলেন- বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। দেশকে দুর্ণীতি মুক্ত করে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এ মহৎ উদ্যোগকে বাধাগ্রস্থ করতে যে লজ্জাজনক ঘটনা ঘটানো হয়েছে।