ধলাই ডেস্ক: সিলেটে নিজ বাসার সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহিন ইসলাম (২১) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার (২৮ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে নগরের রায়নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন রায়নগর আবাসিক এলাকার মোতাকাব্বির ইসলামের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে এলাকার ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত মুছন, হোসেন ওরফে পান হোসেন, সাইফুল, সুহেল এবং কামাল বাসায় এসে শাহিনের মায়ের কাছে টাকা চান। এ সময় তিনি কিসের টাকা জানতে চাইলে তারা বলেন- শাহিনের কাছে টাকা পাই। শাহিনের মা তাদেরকে ৩০০ টাকা দেন।
আজ আবারও শাহিনের কাছে ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন দাবি করেন তারা। এতে শাহিন অস্বীকৃতি জানালে তাকে বাসার সামনে ছুরিকাঘাত করা হয়। পরে ছোটভাই লাহিন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা বলেন, এসব যুবকরা প্রায়ই আমাদের বাসায় এসে পাওনা টাকার বাহানায় চাঁদা দাবি করতেন।
তিনি আরও জানান, কী কারণে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা তদন্তের পর জানা যাবে। খুনিদের আটক করতে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।

