সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ব্রীজের উপর গিয়ে ৪ টি বগি লাইনচ্রুত ও ১ টি বগি ছিটকে ব্রীজের নীচে
ডেস্ক রিপোর্ট: সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আরো চারটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় আহত হয়েছেন ২৫০ যাত্রী।
রোববার রাতে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রী আহত মাওলানা জুনায়েদ জানান, বরচালের একটি ব্রিজ পার হওয়ার পর ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে যায়। এতে একজন মারা গেছেন। এছাড়া অনেকে আহতও নিখোঁজ রয়েছেন।
ভানুগাছ স্টেশন মাস্টার সেলিম আহমদ বলেন, উপবন এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এছাড়া একটি বগি খাদে পড়েছে। পরে বিস্তারিত জানানো হবে।