আগুনে দগ্ধ সেই গৃহবধূ অবশেষে চলেই গেলেন

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

ধলাই ডেস্ক: সিলেটের জকিগঞ্জে রহস্যজনক আগুনে দগ্ধ গৃহবধূ জুলফা ইয়াসমিন মৌসুমী অবশেষে চলেই গেলেন।

বৃহস্পতিবার ভোরে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জুলফা ইয়াসমিন মৌসুমী উপজেলার ৩নং কাজলসার ইউপির পশ্চিম গোটার গ্রামের মোকাম বাড়ির গিয়াস উদ্দিন (সোহাগ মিয়া)’র ছেলে আব্দুল মুমিত মাহিনের স্ত্রী।

গত রোববার দিবাগত রাত ৪টার দিকে স্বামীর বাড়ির বাথরুমে সে দগ্ধ হয়।

তাৎক্ষণিক তাকে আশঙ্কাজনক অবস্থায় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন চিকিৎসা শেষে অবস্থার উন্নতি না হলে মঙ্গলবার ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জকিগঞ্জ সার্কেলের অ্যাডিশনাল এসপি সুদিপ্ত রায় বলেন, আমরা ঘটনা শুনেছি। বৃহস্পতিবার গৃহবধূ মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

তিনি আরো বলেন, ওই গৃহবধূর মাথার পেছনের অংশ দগ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পেছন থেকে আগুনে পুড়ানো হয়েছে। জড়িতদের বের করতে বেশি সময় লাগবে না।