আসছে ১৬৫ ট্রাক পেঁয়াজ

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

ধলাই ডেস্ক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওপারে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে অপেক্ষা করছে ১৬৫ ট্রাক ভারতীয় পেঁয়াজ। যেকোনো সময় বাংলাদেশে ঢুকবে পেঁয়াজের ট্রাকগুলো।

বুধবার বিকেলে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘোজাডাঙ্গা বন্দরে ১৬৫ ট্রাক পেঁয়াজ অপেক্ষা করছে। এগুলো আগে এলসি করা। সোমবার বিকেলে ভারত হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় ট্রাকগুলো আটকা পড়ে।

মোস্তাফিজুর রহমান নাসিম আরো বলেন, এতদিন এক টন পেঁয়াজ ৩০০ ডলারে ভারত থেকে আমদানি করা হচ্ছিল। ভারতের অভ্যন্তরীণ উৎপাদন কম হওয়ায় দাম বাড়ানোর জন্য পেঁয়াজ রফতানি বন্ধ করা হয়। ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে গেলে দাম নির্ধারণ করে দেয় ন্যাপেট নামে একটি সংস্থা। ন্যাপেট বর্তমানে এক টন পেয়াজের মূল্য নির্ধারণ করেছে ৭০০ ডলার।