আড়াই লাখ পিস চিংড়ির রেণুসহ পাচারকারী আটক

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, মে ২০, ২০১৯

ডেস্ক রিপোর্ট: বাগদা চিংড়ির রেণু পাচারের সময় ভোলায় মো. ইসমাইল হোসেন লিটন (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ ড্রাম ভর্তি আড়াই লাখ পিস চিংড়ির রেণু জব্দ করা হয়। জব্দকৃত রেনু মৎস্য বিভাগের উপস্থিতিতে দৌলতখান থানার পুকুরে অবমুক্ত করা হয়।

রোববার (১৯ মে) বিকেলে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মিঝির হাট এলাকা থেকে এ চিংড়ির রেণু জব্দ করা হয়।

দৌলতখান থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, র্দীঘদিন ধরে উপজেলার মেঘনা নদীতে একদল সংঘবদ্ধ চক্র অবৈধভাবে বাগদা চিংড়ির রেণু শিকার করে বিভিন্ন জেলা পাচার করে আসছে।

তিনি আরও জানান, রোববার বিকেলে সৈয়দপুর ইউনিয়নের মিঝির হাট এলাকা থেকে একটি বোরাকে (ব্যাটারি চালিত বাহন) করে চিংড়ির রেণু খুলনায় পাচারের উদ্যেশে নিয়ে যাচ্ছে বলে গোপন সূত্রে জানতে পারি। সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস বাগদা চিংড়ির রেণুসহ একজনকে আটক করি। পরে জব্দকৃত রেণু মৎস্য বিভাগের কর্মকর্তাদের পুকুরে অবমুক্ত করা হয়।