ইচ্ছা’র শহিদ বুদ্ধিজীবি দিবস পালন

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯
ছবি ধলাইর ডাক

চট্টগ্রাম সংবাদদাতা: প্রগতিশীল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার অংশগ্রহনে ১৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু মোড়ালের সামনে প্রদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়।

রিমন মহুরির সমন্বয়ে আয়োজিত এই মহতি কর্মসূচীতে উপস্থিত ছিলেন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন কুতুবী, যুগ্ম সম্পাদক সাইফুল করিম বাবর ও সানজিদা নাসরিন রিমা, সম্পাদক মল্ডলির সদস্য প্রিয়া বড়ুয়া, রোকসানা আক্তার। এতে আরো উপস্থিত ছিলেন স্বাধীনতা তথ্য প্রযুক্তি পরিষদের শফিকুর রহমান, স্মরণ বড়ুয়া, এম. মিয়াজী মাহফুজ আলম তোহা, ত্রিদ্বীপ মুহুরী, আবু তাহের চৌধুরী মোঃ পলাশ, মোঃ সাব্বির গাজী, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ তারেক রহমান, মোঃ জিহাদ সিকদার সহ গোলাম রাব্বী, জামিউল জিসন,তানউইর বিন ইয়ামিন, সাদমান রহমান, মেহেজাবিন তানি, শেখ মুহাম্মদ হাবিব প্রমুখ।