ইতালিতে শিলা-বৃষ্টিতে ১০০ জনেরও বেশি মানুষ আহত

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ ভেনেটোরে আকস্মিক শিলাবৃষ্টিতে ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। পাশাপাশি ঘরবাড়ি, গাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শিলার এমন অস্বাভাবিক আকার দেখে অনেকে মোবাইলে ভিডিও ধারণ করেন, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, আকাশ থেকে মাটিতে পড়া শিলাগুলো আকারে প্রায় টেনিস বলের সমান।

প্রাদেশিক সরকারের প্রধান লুকা জাইয়া বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন, দেশের পার্বত্য এলাকাগুলোতে সম্প্রতি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। তার আঁচ এবার এসে লেগেছে সমতলেও। আজ বৃহস্পতিবার ঝড়বৃষ্টিতে ভেনেটোর গ্রাম ও শহরাঞ্চলে বেশ কয়েকজন আহত হয়েছেন।