এলাকার চাহিদা মেটাতে ঘরের পাশে গাঁজা চাষ, আটকে গোমর ফাঁস

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০
ফাইল ছবি

ধলাই ডেস্ক: এলাকার গাঁজাখোরদের চাহিদা মেটাতে অভিনব কৌশলে নিজ ঘরের পাশেই দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে আসছিলেন মিজানুর রহমান। র‌্যাবের হাতে আটক হওয়ার পর এ গোমর ফাঁস হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্ণকালি এলাকায়।

র‌্যাব মিজানুরের কাছ থেকে ৫৫ কেজি ওজনের ২০টি গাঁজার গাছ উদ্ধার করেছে। আটক মিজানুর শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউপির কর্ণখালি গ্রামের আতাহার হোসেনের ছেলে।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কর্ণখালি গ্রামের মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির পাশে চাষ করার ৫৫ কেজি ওজনের ২০টি গাঁজা গাছসহ মিজানুর রহমানকে আটক করা হয়।

র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক আজমল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।