কবে থেকে বৃষ্টি বাড়বে জানাল আবহাওয়া অফিস

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০
ফাইল ছবি

ধলাই ডেস্ক: দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। গত ২৪ ঘণ্টায় সাত অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। আজকে সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তি রেকর্ড হওয়ার কথা রয়েছে। তবে আগামী তিন দিনের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

শুক্রবার (৯ অক্টোবর) এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

এতে আরও বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।