কমলগঞ্জে কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে সাংসদ এমএ শহীদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরে ২শ সিএনজি অটোরিক্সা ও রিক্সাচালক ও ইসলামপুরে ২শ শ্রমজীবি মানুষদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। শুক্রবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলার সিংরাউলী খেলার মাঠে প্রায় ২শ জন সিএনজি অটোরিক্সা চালক ও রিক্সা চালকের মধ্যে নগদ ৫শ টাকা করে ও দুপুর ১২টায় কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের উদ্যোগে অসহায় খেটে খাওয়া ২শ পরিবারে খাদ্য বিতরণ করেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় এসব অটোরিক্সাচালক ও রিক্সা চালকরা দুর্ভোগের শিকার। তিনি ব্যক্তিগত তহবিল থেকে ২শ জনের মধ্যে ৫শ টাকা করে ১ লক্ষ টাকা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মোঃ আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, আব্দুল মালিক বাবলুসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।