কমলগঞ্জে প্রনোদনার দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২০
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা ভাইরাস জনিত কারনে কর্মহীন হয়ে পড়া ইলেক্টিশিয়ান ও ডেকোরেটার্স সমিতির সদস্যরা সরকারি ভাবে আর্থিক প্রনোদনার দাবীতে মানববন্ধন পালন করে।

রবিবার(৩১মে) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা ইলেক্টিশিয়ান ও ডেকোরেটার্স সমিতির উদ্যোগে ভানুগাছ বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শতাধিক ইলেক্টিশিয়ান ও ডেকোরেটার্স শ্রমিকের অংশ গ্রহনে আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। ডেকোরেটার্স কারিগর সমিতির সভাপতি বাবু বিশ্বজিৎ রায় বলেন, সরকারি নির্দেশনায় লকডাউন মেনে কর্মহীন শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আর্থিক প্রনোদনার জন্য যথারীতি তালিকা দেওয়া হয়েছে কিন্তু অদ্যাবধি কোন আর্থিক সহযোগীতা শ্রমিকরা পায়নি। কমলগঞ্জ ইলেক্টিশিয়ান সমিতির সভাপতি মকছুদ আলী বলেন, করোনা ভাইরাসের কারনে আমাদের কাজ নেই দীর্ঘ তিন মাস থেকে আমরা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছি। তারা সরকারের কাছে আর্থিক অনুদান প্রদানের দাবী জানিয়ে বলেন, স্থানীয় ভাবে কিছু খাদ্য সামগ্রী পেলেও অধিকাংশ শ্রমিক কিছু পাননি। মানববন্ধনে বক্তব্য রাখেন ইলেক্টিশিয়ান সমিতি ও ডেকোরেটার্স কারিগর সমিতির নেতৃবৃন্দ। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আশেকুল হক বলেন, প্রনোদনা বা আর্থিক অনুদানের বিষয়ে সরকারী কোন সিন্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে অবশ্যই সহযোগীতা করা হবে।