কমলগঞ্জে ৩শ ফুট অবৈধ বালি জব্দ!

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মে ২৩, ২০১৯

কমলগঞ্জ সংবাদ দাদা: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগানে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় প্রায় ৩শ ফুট বালি জব্দ করা হয়েছে। অবৈধ ভাবে বালু তোলার কারণে মছব্বির মিয়াকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তার।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এর কার্যালয় সূত্রে জানা যায় বেশ কিছু দিন ধরে কমলগঞ্জে ধলাই নদসহ বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলনের গুঞ্জন চলছিল। গত ২ সপ্তাহ আগেও ধলাই নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে পরিবহনের সময় বালি ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছিল। বৃহস্পতিবার ১টায় সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তার আকস্মিকভাবে পদ্মছড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত ৩শ ফুট বালি জব্দ করেন। ছড়া থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনকারী মছব্বির মিয়াকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তার বালি জব্দ ও নগদ জরিমানার সত্যতা নিশ্চিত করেন।