শ্রীমঙ্গলে গোয়েন্দার অভিযানে চা-পাতা ও মরিচগুড়া জব্দ: আটক- ৩

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, মে ২৩, ২০১৯

শ্রীমঙ্গল সংবাদ দাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সোনার বাংলা রোডে মৌলভীবাজার জেলা গোয়েন্দার অভিযানে ৪২ বস্তা ভেজাল চা পাতা ও ভেজাল মরিচ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) গোয়েন্দা শাখার অভিযানে মসলার মিলে কর্মরত শ্রমিক মিলন মিয়া, উজ্জ্বল কর, উজ্জ্বল তাঁতী নামের তিনজনকে আটক করা হয়। বিকালে এই এলাকার বিপ্লবের মসলার মিলে অভিযান চালায় গোয়েন্দা শাখা।

গোয়েন্দা শাখার মৌলভীবাজার ইনচার্জ (এডিশনাল এসপি) তানজিলা সিদ্দিকা এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়সহ গোয়েন্দাফোর্স।
মৌলভীবাজার গোয়েন্দা শাখার এডিশনাল এসপি তানজিলা সিদ্দিকা জনান, মসলার মিলে নষ্ট হয়ে যাওয়া মরিচগুড়া সহ ভেজাল মসলা তৈরী করার সরঞ্জাম পাওয়ায় ভেজাল মশলা সামগ্রী জব্দ করা হয়। তিনি আরো জানান, মিলটির বাহিরে তালা লাগিয়ে ভিতরে এসব ভেজাল মশলাগুলা তৈরীর কাজ করা হতো।
আটককৃত তিনজনকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।