কমলগঞ্জে ৪ ব্যবসায়ী প্রতিষ্টানকে জরিমানা

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মে ২১, ২০১৯

আসহাবুর ইসলাম শাওন কমলগঞ্জ থেকেঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ভানুগাছ বাজারসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুর দেড় টা থেকে ২টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স। অভিযানকালে ভানুগাছ ভেতর বাজারে অবস্থিত মনাফ মিয়ার মাংসের দোকানকে ১ হাজার টাকা সেলিম মিয়ার সবজির দোকানকে ৫ শত টাকা, পাল পোল্ট্রি হাউজকে ১ হাজার টাকা, ফারুক মিয়ার মাছের দোকানকে ১ হাজার টাকাসহ, ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত দাম রাখা, গরুর মাংসের দাম বেশি রাখা, ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।