করোনায় একদিনে ৬ হাজার মৃত্যুর রেকর্ড

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: নভেল করোনাভাইরাসে সারাবিশ্বে একদিনে ৫ হাজার ৯৬৮ মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এই প্রথম একদিনে এতো মৃত্যু হলো।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৭৫৪ জন। আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৩ হাজার ২০২ জন।

করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে এ পর্যন্ত ১৩ হাজার ৯১৫ জন প্রাণ হারিয়েছেন। যা সারাবিশ্বের মধ্যেই সর্বোচ্চ। এছাড়া এদিন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৬৮ জন। এ নিয়ে ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ২৪২ জন।

তবে যুক্তরাষ্ট্রই প্রথম দেশ যেখানে আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ ৪৫ হাজার ৮৮ জন। আর মৃতের সংখ্যা পৌঁছেছে পাঁচ হাজার ৬২০ জনে।

এদিকে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। একদিনে মারা গেছেন এক হাজার ৩৫৫ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৩৮৭ জনে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। চীনে ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এ ভাইরাসের প্রকোপ বাড়ছে।