কাচকি মাছের চচ্চড়ি যেভাবে রাঁধবেন

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৯

ডেস্ক নিউজ:  টি গরম ভাতের সঙ্গে খেতে বেশ লাগে।

উপকরণ:
কাচকি মাছ ৩০০ গ্রাম
পেঁয়াজ মিহি করে কাটা ১ কাপ
কাঁচামরিচ ৫-৬টি ফালি করা
সরিষার তেল পরিমাণমতো
লবণ স্বাদ অনুযায়ী
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া আধা চা চামচ।

প্রণালি: প্রথমে মাছ বেছে নিন। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখুন। মাছ ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে নিয়ে হাত দিয়ে মাখিয়ে নিন।

এরপর মাছ বিছিয়ে পরিমাণমতো পানি দিয়ে জ্বাল বাড়িয়ে রান্না করুন। মাছ বেশ মাখামাখা হয়ে এলে ধনে পাতা কুচি ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন।