ডেস্ক রিপোর্ট: শেরপুরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের মূল ফটক নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙে পড়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে মূল ফটকটির ছাদের পশ্চিমাংশ ভেঙে পড়ে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও কাজে অনিয়মের কারণেই মূল ফটকটি ভেঙে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। খবর পেয়ে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ওয়াদুদ এন্টারপ্রাইজ প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। প্রায় ১০ দিন আগে ফটকটির ছাদের ঢালাই কাজ শেষ করা হয়। কিন্তু শুক্রবার দুপুরের দিকে নির্মাণের ১০ দিন পরই তা ভেঙে পড়ে।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন মূল ফটকের ছাদ নির্মাণ কাজ চলাকালেই ভেঙে পড়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে একপাশের ছাদ ধসে পড়তে দেখে আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। কেন, কী কারণে এভাবে নির্মাণাধীন ছাদ ধসে পড়ল তা ভালোভাবে খতিয়ে দেখতে হবে।