খুলনা বিভাগে একদিনে আরও ১০ জনের মৃত্যু

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১
ফাইল ছবি

ধলাই ডেস্ক: খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩১৩ জনের।

শুক্রবার (২৭ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে শিউলি (৩৮) নাম এক নারীর মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া খুলনায় ৬৭ জন, বাগেরহাটে সাতজন, সাতক্ষীরায় ৯ জন, যশোরে ৩৮ জন, নড়াইলে ১৭ জন, মাগুরায় ১৫ জন, ঝিনাইদহে ২৩ জন, চুয়াডাঙ্গায় ৯ জন ও মেহেরপুরে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগের এ পর্যন্ত এক লাখ আট হাজার ১৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৯৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ২৯২ জন।