গরমে বাড়িতে বানান আমপোড়া শরবত

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪

লাইফস্টাইল ডেস্ক:  আমপোড়া শরবতে গরমে যেমন স্বস্তি দেয়, তেমনি স্বাস্থ্যকর হবে।  চলুন জেনে নিই যেভাবে বানাতে হয় আমপোড়া শরবত-

উপকরণ
মাঝারি সাইজের কাঁচা আম ২টি, পানি ১ লিটার, চিনি ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, বিট লবণ এক চিমটি, ভেজে রাখা জিরা ও ধনিয়া গুঁড়া ১ চিমটি, পোড়ানো শুকনো মরিচ গুঁড়া ১ চিমটি এবং কাঁচা মরিচ ১টা।

প্রস্তুত প্রণালী
প্রথমেই কাঁচা আম কয়লা বা গ্যাসের চুলার আগুনে সময় নিয়ে পুড়িয়ে নিতে হবে। যেন বাইরের খোসাটা কালো হয়ে যায় এবং ভিতরের শাঁস ক্যারামেলাইজড হয়ে একদম নরম আর লালচে হয়ে আসে। খোসা ছাড়িয়ে আমের আঁটি থেকে শাঁস আলাদা করে নিতে হবে। এরপর চিনি, লবণ, বিট লবণ, সামান্য পোড়া মরিচের গুঁড়া, ভাজা জিরা ও ধনিয়া গুঁড়া মিশিয়ে শাঁসটা ভালো করে মেখে নিতে হবে। ব্লেন্ড করার বা ছাঁকার কোনো প্রয়োজন নেই।

এবার মসলা মিশ্রিত আমের পাল্পে পরিমাণমতো পানি আর একটা চিরে নেওয়া কাঁচামরিচ যোগ করে ভালোমতো নেড়েচেড়ে নিন। ব্যস তৈরি মজার আমপোড়া শরবত। পরিবেশনের ২ ঘন্টা আগে একটা মাটির পাত্রে রেখে দিন ঠান্ডা করার জন্য। মাটির পাত্র না থাকলে আধা ঘণ্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।