গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪

ধলাই ডেস্ক: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার অষ্টমনিষা গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে দুইটি গরু চুরি করে নৌকায় করে পালাচ্ছিলেন কয়েকজন চোর। গরু চুরির বিষয়টি টের পেয়ে গরুর মালিকসহ আশপাশের লোকজন চোরের দলকে ধাওয়া করে। ধরতে না পেরে বিভিন্ন এলাকার লোকজন ও আত্মীয়-স্বজনদের খবর পাঠায়। এরই মধ্যে বেতুয়ান গ্রামের লোকজন তাদের দেখে ফেললে গরু ফেলে পালানোর চেষ্টা করে চোরের দল। একপর্যায়ে তিনজনকে আটক করে গণুপিটুনি দেন স্থানীয়রা। এ সময় পালিয়ে যান একজন। ফলে গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যান তিনজন।

ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হোসেন বলেন, খবর পেয়ে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।