ঘুষের নালিশ পেয়ে ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করলেন ডিসি

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: ঘুষ গ্রহণের প্রমাণ পেয়ে সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মহাসীন হোসেনকে বরখাস্ত করেছেন জেলা প্রশাসক (ডিসি) এস এম মোস্তফা কামাল।

রোববার বিকেল ৪টার দিকে আকস্মিক ভোমরা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক।

ভূমি অফিসে উপস্থিত সেবাগ্রহীতাদের একজন জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন, অতিরিক্ত টাকা দিলেও কাজ করে দিচ্ছেন না ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা। ঘুষ ছাড়া এখানে কাজ হয় না।

জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে ঘুষ গ্রহণকারী ভূমি কর্মকর্তার নাম জানতে চান। ওই সেবাগ্রহীতা ভোমরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মহাসীন হোসেনের নাম জানান।

জেলা প্রশাসক তাৎক্ষণিক ওই ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।

ঘটনার বিষয়ে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, সরকারি সেবা দেয়ার নামে অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ভোমরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মহাসীন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, অনেক আগেই সাতক্ষীরা জেলাকে ঘুষ ও দুর্নীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। ঘুষ গ্রহণ করেছে এমন অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না।