
খেলা ডেস্ক: সিঙ্গাপুরে আফ্রিকান দেশ নাইজেরিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে ইনজুরির শিকার হন নেইমার। ওই ম্যাচে ১২ মিনিট খেলার পর হঠাৎ বাম পায়ের উরুতে ব্যথা অনুভব করেন ব্রাজিলিয়ান তারকা।
এরপরই তাকে মাঠ থেকে তুলের নেন ব্রাজিল কোচ তিতে। এরপরই দেখা যায়, টেন্টে বসে পায়ের উরুতে বরফ ঘঁষছিলেন নেইমার। ওই সময়ই শঙ্কা দেখা দেয়, হয়তো আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।
অবশেষে সেটাই হলো। নেইমারের ক্লাব পিএসজি জানিয়েছে, তাদের তারকা ফুটবলারকে হ্যামস্ট্রিং সমস্যার কারণে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
পিএসজি ওয়েবসাইটে দেয়া হয়েছে, ‘এমআরআই স্ক্যান করার পর দেখা গেছে, নেইমারের বাম হ্যমস্ট্রিংয়ে গ্রেড-২ ইনজুরি রয়েছে। আটদিন পর আরও একটি পরীক্ষা করা হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে এটা নির্ভর করছে ইনজুরির আপাতত পরিস্থিতির ওপর।’
তবে, আপাতত পিএসজি যে ধারণা দিচ্ছে, এর মধ্যেই যদি সম্পূর্ণ ফিট হয়ে যান নেইমার, তাহলে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে পারবেন হয়তো তিনি। ম্যাচটি অনুষ্ঠিত হবে নভেম্বরের ২৬ তারিখ।