চালের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের নির্দেশ

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯
ফাইল ছবি

ধলাই ডেস্ক: একাদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে চালের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং জোরদারে মনিটরিংয়ের নির্দেশ দেয়া হয়েছে।

কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মো. আব্দুল হাই, মো. আয়েন উদ্দিন এবং বেগম আঞ্জুম সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।

এসময় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ ও জনবল নিয়োগের জন্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়, চালের দাম স্থিতিশীল ও পর্যাপ্ত চাল মুজদ আছে।

কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়কে সমন্বিতভাবে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয় বৈঠকে।

এদিকে খাদ্য মন্ত্রণালয়ে শূন্য পদে দ্রুত নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।