ডেস্ক রিপোর্ট: চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিশাল এলাকাজুড়ে ভারী বৃষ্টি ও বন্যার কারণে কমপক্ষে ৬১ জনের মৃত্যু হয়েছে। পাশপাশি ওই এলাকা থেকে প্রায় ৩ লাখ ৫৬ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
এ ঘটনায় ওই অঞ্চলে কোটি কোটি একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
চীনা জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন পর্যন্ত ৯ হাজার ৩০০ বাড়ি ধসে পড়েছে। এছাড়া ৩৭ কোটি ১০ লাখ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সরাসরি ১৯৩ কোটি ডলার আর্থিক ক্ষতি হয়েছে।
গুয়াংজু প্রদেশ থেকে দেশটি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিংয়ের ইয়াংতজ নদী পর্যন্ত এই বন্যার বিস্তৃতি। মন্ত্রণালয় জানায়, বন্যা পরিস্থিতি থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, চীনের উত্তরাঞ্চল গ্রীষ্মকালে নিয়মিতই খরার কবলে পড়ে। দেশটির দক্ষিণাঞ্চলেও বন্যা প্রায়ই হয়ে থাকে।