জেনে নিন কোন সময়ে কোন আম খাবেন?

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, মে ১৭, ২০১৯

ডেস্ক রিপোর্ট: এই সময়ে কেউ যদি এসে আপনাকে বলে, ‘আমি মিষ্টি-পাকা ল্যাংড়া আম খাচ্ছি’, তাহলে নিশ্চিত থাকতে পারেন ওই ব্যক্তিকে দোকানি ল্যাংড়া বলে অন্য কোনো আম গছিয়ে দিয়েছে। প্রতিটি আমের জন্যই এমন আলাদা আলাদা সময়সীমা আছে। বিশেষজ্ঞরা ইতোমধ্যে জানিয়েছে, কোন আম আপনি খেতে পারবেন মে মাসের শেষ দিকে, কোন আম সুস্বাদু অবস্থায় খাওয়ার জন্য আপনার অপেক্ষা করতে হবে সেই জুলাই মাসের শেষ পর্যন্ত। সে তালিকা দেখে নিন-

* গোবিন্দভোগ- ২২ মে’র পর
* গুলাবখাস- ২৭ মে’র পর
* গোপালভোগ- ২৫ মে’র পর
* রানিপছন্দ- ৩ জুনের পর
* হিমসাগর বা ক্ষীরশাপাত- ৯ জুনের পর
* ল্যাংড়া- ১১ জুনের পর
* লক্ষ্মণভোগ- ২০ জুনের পর
* হাঁড়িভাঙা- ২০ জুনের পর
* আম্রপালি- ২০ মে থেকে
* মল্লিকা- ১৯ মে থেকে
* ফজলি- ৫ জুলাই থেকে
* আশ্বিনা- ২২ জুলাই থেকে