ডেস্ক রিপোর্ট: নিজেদের পঞ্চম ম্যাচে আজ শনিবার শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে এশিয়ার দেশ শ্রীলঙ্কা। লন্ডনের কেনিংটন ওভালে বৃষ্টির শংকা মাথায় নিয়েই অনুষ্ঠিত হয়েছে টস। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে টস জিতে অজিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন।
এ পর্যন্ত ৪ ম্যাচ খেলা শ্রীলঙ্কা এক ম্যাচ জিতে এবং দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবাদে ১ পয়েন্ট করে পেয়ে ৪ পয়েন্টের মালিক বনে গেছে। পয়েন্ট তালিকায় তাদের পয়েন্ট এখন পঞ্চম। অন্যদিকে ৪ ম্যাচে ৩ জয় ১ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।