ডাক্তারি না পড়েও তিনি এমবিবিএস

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এমবিবিএস পাস না করে কাগজপত্রে এমবিবিএস লেখার অপরাধে একজন প্রাইভেট ক্লিনিকের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অপর একটি ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা বলেন, কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্ট্যান্ডের ইসলামী প্রাইভেট হাসপাতালের মালিক সুমন হোসন এমবিবিএস পাস না করে নিজের নামের আগে এমবিবিএস ব্যবহার করতেন। এছাড়া শহরের বাসস্ট্যান্ড এলাকায় সুমন ক্লিনিকে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। নামের আগে এমবিবিএস ব্যবহার করায় ইসলামী প্রাইভেট হাসপাতালের মালিক সুমন হোসনকে পাঁচ হাজার টাকা ও ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে সুমন ক্লিনিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।