দক্ষিণ সুনামগঞ্জে মৎস্যজীবি সমবায় সমিতির খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: দক্ষিণ সুনামগঞ্জের কাঠালিয়া ও আক্তাপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে কাঠালিয়া ও আক্তাপাড়া গ্রামের প্রাণঘাতি করোনা ভাইরাসে বিপর্যস্ত ১ শত ৫০টি কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, পিয়াজ, আলু ও সাবান বিতরণ করেন সমিতির সদস্যবৃন্দ।

এ সময় খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,সাধারণ সম্পাদক মো. নুরুল হক, কাঠালিয়া ও আক্তাপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আবুল হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিলানী মিয়া, সদস্য মাসুক মিয়া, বজলু মিয়া, রফিকুল ইসলাম, বাবুল মিয়া, মখলিছ মিয়া, শাহজাহান মিয়া, আইবুর রহমান, আব্দুর রকিব, সানুর মিয়া, সাজল হক, নবী হোসেন সহ গ্রামের গন্যমান্য মুরব্বীয়ান বৃন্দ প্রমূখ।