
ধলাই ডেস্ক: ঢাকা-১০ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত এমপিপ্রার্থী হাজী মো. শাহজাহান বলেছেন, দেশের জনগণ পরিবর্তন চায়।
মঙ্গলবার দিনব্যাপী লাঙলে ভোট চেয়ে হাজারীবাগ বাজার, গজমহল, কোলালাল মহল রোড, নওয়াব সেকশন, চৌদ্দটুলী ও বিডিআর গেটে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জাপার শিল্প বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া, মহানগর নেতা ইস্কান্দার মোল্লা, এমএ সাঈদ, অপু সিকদার, জাকির হোসেন মল্লিক, শাহ আলম দেওয়ান, শওকত হোসেন, দুর্জয় ফরাজী প্রমুখ।