দেশে ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৬৩

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩
ফাইল ছবি

ধলাই ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮ জন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৯ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫৩৭ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৮২৬ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ হাজার ৭৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ১৭৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৬১৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৩০ হাজার ২১৭ জন। মারা গেছেন ১ হাজার ১৬৯ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭৩০ জন এবং ঢাকা সিটির বাইরের ৪৩৯ জন।