নিউইয়র্কে ঐতিহাসিক গির্জায় ভয়াবহ আগুন

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ঐতিহাসিক একটি গির্জা অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকার ইস্ট ভিলেজে অবস্থিত উনিশ শতকে নির্মিত কলিজিয়েট গির্জাটিতে শনিবার খুব ভোরে আগুন লাগে। এ ঘটনায় অনন্ত চারজন ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের খবরে জানা যায়, আগুনের সূত্রপাত হয় গির্জার পাশের একটি পাঁচ তলা খালি ভবন থেকে এবং তা দ্রুত গির্জায় ছড়িয়ে পড়ে। নিউইয়র্ক শহরের দমকল বিভাগের সহকারি প্রধান জন হজেন্স বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ১৮৯২সালে গির্জাটি নির্মিত হয়। ১৬২০ সালের দিকে ডাচ উপনিবেশ স্থাপনের পর তাদের হাত ধরেই এ গির্জাটি নির্মিত হয়েছিল। নিউইয়র্কের মেয়র বিল ডে ব্ল্যাসিও টুইটার পোস্টে বলেন, গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা হৃদয়বিদারক। তবে এ গির্জা পুনঃনির্মাণের জন্য যা কিছু সম্ভব আমরা তার সবই করব। অগ্নিকাণ্ডে ভবনের ভাগ্যে চূড়ান্তভাবে কী ঘটবে তা এখনো পরিষ্কার নয়।