নির্মল এস পলাশ
এলে তুমি ঘোর বর্ষার
এমন মেঘলা দিনে,
কেমনে তোমায় স্বাগত জানাই
আমিতো ভিজে গিয়েছি আষাঢ়ে মেঘে ।
ক্ষণিকের তরে তোমার আসা হলোনা
দেখা প্রেমের সনে,
বিশ্বাসের ঝড়ো আঘাতে
হয়েছো তুমি ক্ষত, বিক্ষত।
বৃষ্টি বিলাসে, জল নুপুরে
হলো না চলা পাশে থেকে,
মনের বনে মেঘে মেঘে
ঝড়ছে বর্ষা থেমে থেমে।
ভুল ভাবনাকে আপন করে
হারালে যে অশ্রু মাঝে,
ফুলের সুবাস মাঝেও
কাঁটার আঘাত কেনো নিলে।
আষাঢ়ে বর্ষার মেঘের দিনে ।।
কবিতা, বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও –
dhalairdaknews24@gmail.com