পথশিশুদের সঙ্গে পুলিশের ইফতার

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, মে ২৯, ২০১৯

ডেস্ক রিপোর্ট: পথশিশুদের সংগঠন ‘ছায়াতল’র ১০০ শিক্ষার্থীর সঙ্গে ডিএমপির তেজগাঁও বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার শেষে সংগঠনটির শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার।

মঙ্গলবার এ উপলক্ষে শ্যামলী খিলজী রোড সংলগ্ন তেজগাঁও উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছায়াতল নামে সংগঠনটির কেরানীগঞ্জ, শ্যামলী ও গাবতলী শাখার ১০০ পথশিশু শিক্ষার্থী, ২০ শিক্ষক ও স্বেচ্ছাসেবক অনুষ্ঠানে অংশ নেন। এ সময় অনুষ্ঠানে তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, পথশিশুরা অবহেলিত। তাদের জন্য সমাজের প্রতিষ্ঠিত ও বিত্তবানদের এগিয়ে আসা উচিত। একটু সহযোগিতা তাদের জীবন বদলে দিতে পারে।