পাকিস্তানে ধর্ষণের শিকার ৮০ বছরের বৃদ্ধা

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে বিকৃত মানসিকতার এক যুবকের হাত থেকে রক্ষা পেলেন না ৮০ বছরের বৃদ্ধা। রাতের অন্ধকারে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে ধর্ষণ করেছে সেই যুবক। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনগত রাতে পাঞ্জাবের তোবা টেক সিং জেলার কামালিয়ায় ঘটেছে বর্বরোচিত এ ঘটনা।

পুলিশ জানিয়েছে, বিলাল নামে এক বখাটে যুবক রাতে বৃদ্ধা ঘুমিয়ে থাকার সুযোগে ঘরে ঢুকে প্রথমে গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং এরপর তাকে যৌন নির্যাতন করে পালিয়ে যায়।

এ ঘটনায় সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। অভিযুক্তকে ধরে উপযুক্ত বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে, দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করা হবে। তার জন্য এরই মধ্যে জোরালো অভিযান শুরু হয়েছে।

সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল