পাঠানো মেইল বাতিল করার উপায়

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯
ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনেক সময় জিমেইলে ভুল ফাইল পাঠিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তবে খুব সহজেই এ ধরনের সমস্যা এড়ানো যায়। ভুলে সেন্ড বাটনে ক্লিক করলেও সর্বোচ্চ ত্রিশ সেকেন্ডের মধ্যে মেইলটি ‘আনডু’ করার সুযোগ রয়েছে। ফিচারটি চালু করার উপায় জেনে নিন-

* প্রথমে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে জিমেইলে প্রবেশ করতে হবে।

* এবার জিমেইলের ডান পাশের উপরের কোণে থাকা সেটিংস আইকন বাটনে ক্লিক করে Settings পেজে যেতে হবে।

* এরপর সেখান থেকে General এ গিয়ে Undo Send সেকশনে যেতে হবে।

* সেখান থেকে Send Cancellation Period ড্রপ ডাউন মেনুতে গিয়ে ইমেইল বাতিল করার সময় হিসেবে ৫, ১০, ২০ অথবা ৩০ সেকেন্ড সিলেক্ট করতে হবে।

* সবশেষে পেইজটির নিচে স্ক্রল করে ‘save changes’ বাটন চাপতে হবে।