৪২ কোটি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস!

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯
ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ফেসবুকের প্রায় ৪২ কোটি গ্রাহকের ফোন নম্বর অনলাইনে ফাঁস হয়েছে। প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম টেক ক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এরমধ্যে বেশিরভাগ ব্যবহারকারীই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভিয়েতনামের।

ওই প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ১৩ কোটি ৩০ লাখ ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের, ১ কোটি ৮০ লাখ যুক্তরাজ্যের এবং ৫ কোটি ব্যবহারকারী ভিয়েতনামের। অন্যরা কোন দেশের তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদনে আরো বলা হয়, ফোন নম্বর সম্বলিত অনলাইনে পাওয়া সার্ভারটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত নয়। ফলে এতে যেকেউ প্রবেশ করতে পারেন। এই ডেটাবেসে একেকটি ফেসবুক আইডির পাশে একটি করে ফোন নম্বর দেয়া।

ফেসবুক কর্তৃপক্ষ মনে করছে, যে বা যারা ওই ডেটা ফেসবুক থেকে সংগ্রহ করেছে, তারা ফেসবুকের ত্রুটিপূর্ণ ফিচারকে কাজে লাগিয়েছে। ২০১৮ সালের মার্চে কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পরপরই এপ্রিল মাসে ওই সার্চ টুল বন্ধ করে দেয়া হয়।