“পুঞ্জিবাসীর সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে”-বড়লেখায় বেরেঙ্গা খাসিয়াপুঞ্জি পরিদর্শনে ইউএনও

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

ডেস্ক রিপোর্ট: বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম আল ইমরান বলেছেন “পুঞ্জিবাসীর বিভিন্ন সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে”। (১৫জুন) শনিবার দিনভর তিনি উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা ও পাল্লাথল খাসিয়াপুঞ্জি পরিদর্শন শেষে একথা বলেন।পরিদর্শনকালে তিনি পুঞ্জিবাসীর সাথে কথা বলে বিদ্যমান ভূমি সংক্রান্ত জটিলতাসহ তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হন এবং ধাপে ধাপে সেগুলোর সমাধানের আশ্বাস দেন। এছাড়াও এসময় তিনি বেরেঙ্গা পানপুঞ্জি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাল্লাথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া শিক্ষা উপকরণ বিতরণ করেন। ইউএনও ঘোষণা দেন পুঞ্জির যুবকদের খেলাধুলার সরঞ্জাম কেনার জন্য অচিরেই ১০হাজার টাকা,বেরেঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ডেক্স-ব্রেঞ্চ,পাল্লাথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য দুই বান্ডেল ডেউটিন ও ৬ হাজার টাকা অচিরেই প্রদান করা হবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরান ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়েদউল্লাহ খান, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন,সাংবাদিক সুলতান মাহমুদ খান প্রমুখ।