ফিলিস্তিনিদের ইফতার দিচ্ছে তুরস্ক

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, মে ৭, ২০১৯

ডেস্ক নিউজ: পবিত্র রমজান মাস শুরু হওয়ার প্রথম দিনে গাজায় দরিদ্র ফিলিস্তিনি পরিবারের মাঝে ইফতার বিতরণ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সাহায্য সংস্থা টিআইকেএ। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকেএ) সোমবার প্রথম রোজার দিন উত্তর গাজার জুহর আল ডিক অঞ্চলে এক হাজার দরিদ্র পরিবারের মাঝে ইফতারের খাবার পরিবেশন করেছে।

তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিআইকে’র পক্ষ থেকে বলা হচ্ছে, গোটা রমজান মাস জুড়ে উপকূলীয় এলাকার দরিদ্র পরিবারগুলোর মাঝে ইফতারের খাবার পরিবেশন করার পরিকল্পনা রয়েছে তাদের।

দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি তুর্কি সরকারি সংস্থাসহ টিআইকেএ ও তার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটি, এনএইচএইচ এবং ইরিদিমেলি নামের একটি বেসরকারি সংস্থা গাজায় দরিদ্র ফিলিস্তিনিদের সহযোগিতায় সক্রিয় রয়েছে।

সম্প্রতি ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুরু হওয়া সহিংসতায় গত দুই দিনে ২৩ জন ফিলিস্তিনি ও চারজন ইসরায়েলি নিহত হয়েছেন। মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। আর এমন সময়ে পবিত্র রমজান শুরু হয়েছে।

বিবিসি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে দুই পক্ষের মধ্যে হওয়া সহিংসতার মধ্যে এটা ভয়াবহ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বাহিনীকে রকেট হামলা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।