বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২১
ফাইল ছবি

ধলাই ডেস্ক: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ জুলাই) দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৬১৫টি নমুনা পরীক্ষায় ১৯৫জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৭০ শতাংশ। এদের মধ্যে সদরের ১৩০ জন, শাজাহানপুরের ১৯ জন, শেরপুরের ১৮ জন, কাহালুরের ছয়জন, নন্দীগ্রামের চারজন, সোনাতলার তিনজন, শিবগঞ্জের তিনজন, দুপচাঁচিয়ার তিনজন, ধুনটের তিনজন, গাবতলীর তিনজন, সারিয়াকান্দির দুজন এবং আদমদীঘির একজন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১২৬ জন।

তিনি আরও জানান, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১০৭ জন, জিন এক্সপার্ট মেশিনে ১৭টি নমুনায় ১৩ জন এবং এন্টিজেন পরীক্ষায় ২৮০টি নমুনায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৬টি নমুনায় ১৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছ।

সূত্র: জাগো নিউজ…