বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ দেয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
ফাইল ছবি

ধলাই ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে ফসলি জমি, পশু সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। আকস্মিক এ বন্যায় কৃষকদের ক্ষতি পূরণের জন্য ফসল, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে চাহিদা বিবেচনা করে নতুন করে ঋণ দেয়াসহ কয়েকটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

দেশের সব তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় যে বিষয়গুলো উল্লেখ রয়েছে-

পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ আদায় স্থগিত করা, ডাউন পেমেন্টের শর্ত শিথিল করে ঋণ পুনঃতফসিল করার সুবিধা দেয়া।

নতুন করে সার্টিফিকেট মামলা না করে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে অনাদায়ী ঋণগুলো তামাদি হওয়ার বিষয়ে প্রতিবিধানে ব্যবস্থা নেয়া, দায়ের করা সার্টিফিকেট মামলার তাগাদা বন্ধ রেখে সোলেনামার ভিত্তিতে মামলার নিষ্পত্তি করা।

নতুন ঋণ পেতে কেউ যেন হয়রানির শিকার না হয়; সেদিকে নিবিড়ভাবে তদারকি করা।

এছাড়া, ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়ির আঙ্গিনায় হাঁস-মুরগি ও গবাদি পশু পালন, গোখাদ্য উৎপাদন ও ক্রয় এবং আয় উৎসারী কর্মকাণ্ডে ঋণের ব্যবস্থা করার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়। আগামী ৩১ অক্টোবরের মধ্যে অগ্রগতির প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে অবহিত করতে হবে।